• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কামিন্সের অনুপস্থিতিতে অজিদের নেতৃত্ব দেবেন কে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৩:১৪ পিএম
কামিন্সের অনুপস্থিতিতে অজিদের নেতৃত্ব দেবেন কে?

অ্যাশেজ শুরুর আগে হঠাৎ করে দলের নেতৃত্ব এসে পড়ে অজি পেসার প্যাট কামিন্সের কাঁধে। কামিন্সের নেতৃত্বেই প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় এই টেস্ট খেলতে পারবেন না কামিন্স। ফলে তার জায়গায় অধিনায়কত্ব উঠছে স্টিভ স্মিথের কাঁধে। 

বুধবার (১৫ ডিসেম্বর) রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন কামিন্স। সেখানে এক করোনায় আক্রান্ত ব্যক্তি ছিলেন বলে জানা যায়। তাই সাত দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয় অজি ক্যাপ্টেনকে।  

এর আগে অজিদের অধিনায়ক ছিলেন স্মিথ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতি-কাণ্ডের পর তার অধিনায়কত্ব কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এরপর সাড়ে তিন বছর পর আবার অধিনায়ক হলেন স্মিথ। দ্বিতীয় টেস্টে স্মিথের সহকারী হিসেবে থাকবেন ট্রাভিস হেড। 

অ্যাশেজ শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম পেন। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সেই কারণে এই সিরিজে খেলতেও রাজি হননি তিনি। এর পরেই অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় কামিন্সের নাম।

খেলা বিভাগের আরো খবর

Link copied!